লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল: আবু তাহেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের নির্বাচনী প্রচারণার ১ম দিনে ডবলমুরিং ২৮নং ওয়ার্ডে ব্যাপকভাবে গণসংযোগ করেন। ২২জানুয়ারী দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার ডবলমুরিং থানার ২৮নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে গণসংযোগ করেন। গণসংযোগকালে আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামল ছিল এই দেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। এই দেশের মানুষ এখনো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে হুসেইন মুহাম্মদ এরশাদকে স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর প্রতিষ্ঠিত দল-জাতীয় পার্টির প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থাকবো-আজীবন।...... See MoreSee Less
কাটছে মাটি কাঁপছে বাঁধ,তৈরি হচ্ছে মরণ ফাঁদবলা হয়ে থাকে মা, মাটি মাতৃভূমি স্বর্গের চেয়েও দামি। ইসলাম ধর্ম অনুসারে বলা হয়ে থাকে আমাদের মৃত্যুর পর আমাদের সাথে কিছুই যাবে না,পাবো তো শুধু সাড়ে তিন হাত মাটি।সে মাটি নিয়ে চলছে রমরমা ব্যবসা। চট্টগ্রামের বাঁশখালীতে সংশ্লিষ্ট অধিদপ্তর কে ক্ষমতার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নির্বিচারে মাটি কেটে উজাড় করা হচ্ছে। ফলে ঝুঁকিতে পড়ছে বেড়িবাঁধ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিনরাত আবু জাহেলদের বিধ্বংসী কার্যক্রম চলছে নির্দ্বিধায় নিঃসংকোচে।এসবের দেখভালের দায়িত্বে নিয়োজিত অধিদপ্তরের কেউ বিষয়টি জানে না বলে জানিয়েছেন। তাদের অভিমত তাদের কার্যক্রম অফিস আর নিজ বাসভবনের মধ্যেই সীমাবদ্ধ এবং তারা এই ব্যাপারে অবগত নয়। অথচ দিনরাত পালা করে ভারি ও মাঝারি স্কেভেটর, ট্রাক সংযোগে মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে। যার কারণে বেড়িবাঁধের মাটি হালকা হয়ে যাচ্ছে। বেড়িবাঁধের খুবই নিকটবর্তী স্থান থেকে গভীরভাবে মাটি কাটার ফলে সুউচ্চ লোকালয় রক্ষাকারী বেড়িবাঁধ আস্তে আস্তে নিচের দিকে দেবে যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।...... See MoreSee Less
সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরীমাসিক জীবন্ত কাগজ ও গ্ল্যামার পত্রিকার সম্পাদক মনোয়ার আজিজ চৌধুরী ২২ জানুয়ারী ভোররাতে কাথালগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না..... রাজেউন) । ওইদিন বাদে এশা মৌলভী বশির উল্লাহ জামে মসজিদে ১ম নামাজে জানাযা ও ২৩ জানুয়ারী বাদে জুমা রাঙ্গুনিয়াস্থ নিজ বাড়ীতে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম ও ২য় জানাযায় বিপুল সংখ্যক মুছল্লি অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ছেলের বউ, মেয়ে ও মেয়ের জামাই , নাতি নাতনী সহ বহু নিকট আত্মীয় স্বজন রেখে যান।...... See MoreSee Less