২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন

     

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি মোস্তফা কামাল মনসুর ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন,কোষাধ্যক্ষ বাকা উল্লাহ চৌধুরী (ইরান), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনেয়ারুল আজিম চৌধুরী, লাইব্রেরি ও ইনফেরমেশন টেকনলজি সম্পাদক মোহাম্মদ আলমগীর,সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইফুর রহমান। কার্যনির্বাহী সদস্যবৃন্দ হচ্ছেন বিপ্লব সারথী মজুমদার জুয়েল, আলী মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. সরোয়ারুল আলম ভূইয়া (শিমুল), চৌধুরী খালেদ বিন সরোয়ার (জনি), সঞ্জয় আচার্যী, এডভোকেট ফিরোজা জেসমিন কলি, এডভোকেট ফৌজিয়া খানম এবং মো. মাহ্‌ফুজুল হক (মণি) (পদাধিকার বলে), মো. রুহুল আমিন (পদাধিকার বলে)। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সমিতির প্রাক্তন সহ সভাপতি মো.মাসুদুল হক (মাসুদ), যুগ্ম নির্বাচন কমিশনার মো. আবুল কালাম এবং সহকারী নির্বাচন কমিশনার শেখ এম.শাহজাহান ঠাকুর, মো. ফিরোজ ইফতেখার, মো. সাদেক হোসেন, মো. নুরুল আমিন, জাফর আহমদ, মো. আজম শাহ্‌ চৌধুরী ও মো. জহির উদ্দিন দায়িত্ব পালন করেন। উক্ত নির্বাচনে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ,বিএনপিপন্থী কর আইনজীবী ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ ১৫ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে বিএনপিপন্থী সভাপতি সাধারণ সম্পাদকসহ দশটি পদে বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করে। আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ একটি সহ সভাপতি পদে এবং সম্মিলিত পরিষদ চারটি পদে জয় লাভ করে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply