Main Menu

 

 

আমাদের সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, আমার ও আপনার জন্মভূমি আনোয়ারা কিংবা কারো দাদা/নানার বাড়ি হতে পারে আনোয়ারায়। আনোয়ারাকে ঘিরেই আমাদের অনেক ভাবনা ও স্বপ্ন। তারই আলোকে আনোয়ারার সকল তথ্য আমরা এক জায়গায় রাখতে চাই। চাই ডিজিটালাইজ করতে প্রিয় জন্মভূমি আনোয়ারাকে। এ জন্যে চাই আপনার পরামর্শ, সহযোগিতা ও পাশে থাকার আবদার। আনোয়ারা গাইড সেই লক্ষ্যে এগুচ্ছে।